ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪১

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রতিকী ছবি।

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহির মারা গেছেন। এ সময় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সাবেক মেম্বারের বিল্ডিং এ অগ্নিসংযোগেরও ঘটনাও ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. জহির ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন আবু মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের মানিক কান্দি গ্রামে বিকেলে মৎস্য খামার নিয়ে সাবেক মেম্বার সাইফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ পৌছে উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করে পুলিশ। সন্ত্রাসীরা নিহত জহিরকে মারধর করে মুমুর্ষ অবস্থায় রাস্তায় ফেলে চলে গেলে, এসময় তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশের এসআই মো. মাহমুদুল হাসানসহ উভয়পক্ষের অন্তত ৬/৭জন আহত হন।

নিহত জহিরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সাইফুল মেম্বারের বসত ঘরের ভিতরে কে বা কারা আগুন লাগিয়ে দিলে পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, ভিটিকান্দিতে দুই পক্ষের মারামারির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক পক্ষের সাথে কথা বলার সময় অপর পক্ষ হামলা করে। এসময় আমাদের পুলিশ সদস্যও আহত হয়েছে। তবে শুনেছি আহত একজন মারা গেছে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত