ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

এনএসআই কর্মকর্তার স্ত্রীকে হয়রানি, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১৩

এনএসআই কর্মকর্তার স্ত্রীকে হয়রানি, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআইয়ের এক সহকারী পরিচালকের স্ত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে মুকিত নামে পুলিশের এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তির নির্দেশ দেন। প্রত্যাহার হওয়া পুলিশ কনস্টেবল মুকিত (কং নং-৫১২) গাইবান্ধা জেলার বাসিন্দা।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহম্মেদ জানান, বন্যকান্দি গ্রামে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল জামায়াত-শিবির কর্মীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এনএসআইয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ছন্দা তার মোবাইল ফোনে ভিডিও ফুটেজ ধারণ করছিলেন। পুলিশ এ সময় ছন্দার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি পরিচয় দেননি।

এ সময় কনস্টেবল মুকিত ছন্দার হাত থেকে মোবাইল নিয়ে ধারণ করা ভিডিও মুছে দেন।

ঘটনাটি ছন্দা তার স্বামীকে জানালে জাহাঙ্গীর হোসেন (স্বামী) বিষয়টি সিরাজগঞ্জ পুলিশ সুপারকে জানান। এরপর সকালে কনস্টেবল মুকিতকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত