ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

কাপ্তাই হ্রদের দ্বীপে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ সাধক বনভান্তের মূর্তি

  রাঙামাটি পতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:৪৭  
আপডেট :
 ১২ জানুয়ারি ২০১৯, ১৮:১৭

কাপ্তাই হ্রদের দ্বীপে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ সাধক বনভান্তের মূর্তি

কাপ্তাই হ্রদের উচুঁ দ্বীপে নির্মাণ করা হয়েছে বৌদ্ধ সাধক বনভান্তের দণ্ডায়মান ২৪ ফুট মূর্তি। রাঙামাটি শহরের অদুরে রাঙামাটি সুবলং যাওয়ার মাঝপথে বালুখালীর নির্বাণ নগর বনবিহার প্রাঙ্গণে এ মূর্তিগুলো দেখা যায়। শনিবার দুপুর ১২টায় এই মূর্তিগুলোর উদ্বোধন করেন বনভান্তের অন্যতম শিষ্য ধর্মতিষ্য স্বর্গপুরী মহাস্থবির। বনভান্তের শততম জন্মদিন উপলক্ষে এ মূর্তিটির উদ্বোধন করা হয়।

এ সময় হাজারো পূন্যার্থীর সাধুবাদে মুখরিত হয় নির্বাণ নগর বন বিহার এলাকার আশপাশ। বনভান্তের মূর্তির পাশে নির্মিত হয় স্ব-উচ্চ গৌতম বুদ্ধের মূর্তি। দৃষ্টি নন্দন এ মূর্তিগুলো দেখতে পূণ্যার্থীদের পাশাপাশি ভিড় করেন পর্যটকরাও।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শান্তি সম্মৃদ্ধি ও বাংলাদেশ সরকারের মঙ্গল কামনা করেন অনেকেই। দিনব্যাপী অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধের পুজা, প্রদীপ প্রজ্জলন, বুদ্ধ সংগীত পরিবেশন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত