ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

‘বিলুপ্ত দেশীয় মাছ সংরক্ষণ করা হবে’

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:৪৮

‘বিলুপ্ত দেশীয় মাছ সংরক্ষণ করা হবে’

বিলুপ্ত দেশীয় মাছ সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।

বুধবার বিকালে তার নির্বাচনী এলাকায় জেলা আওয়ামী লীগের গণ সংবর্ধনায় যোগ দিতে এসে নেত্রকোনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

আশরাফ আলী খান খসরু বলেন, ‘নেত্রকোনায় চেষ্টা করবো একটি মংস্য গবেষণাগার করতে। সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রজেক্ট আসছে সারা দেশের জন্য। আমার চেষ্টা থাকবে নেত্রকোনার জন্য একটি বড় অংশ রাখার। নেত্রকোনার হাওর অঞ্চলে ছোট মাছ আজকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অভয় আশ্রম তৈরী করে এ গুলোকে কিভাবে সংরক্ষন করা যায় সেটি হবে আমার প্রথম কাজ।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর সভা মেয়র নজরুল ইসলাম খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত