ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র মাদক জব্দ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৪

শিবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে চোরাকারবারীদের সাথে বিজিবির গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এসময় ৩টি বিদেশি পিস্তুল, ২টি ওয়ান সুটার গান, ১৮ রাউন্ড গুলি, ৬টি ম্যাগজিন, ৮১৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম সালাউদ্দিন জানান, রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তেলকুপি সীমান্তের মেইন পিলার ১৭৮/৪ এস হতে ৫শ' গজ অভ্যন্তরে ৭৬ বিঘা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় ভারতের দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে ভেতরে থাকা চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি করলে প্রাইভেটকারটিতে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি প্রাইভেটকার থেকে আগ্নোয়াস্ত্র ও মাদক জব্দ করে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত