ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বরিশালে তিন চায়নিজ রেস্তোরাঁয় জরিমানা

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০১৯, ২০:৩৩

বরিশালে তিন চায়নিজ রেস্তোরাঁয় জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাবার বিক্রি করায় বরিশাল নগরীর তিনটি অভিজাত চায়নিজ রেস্তোরাঁ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বরিশাল র‌্যাব-৮ এর সহায়তায় সোমবার বিকেলে এই অভিযান পরিচলিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন শীষ জানান, রমজানের পবিত্রতা রক্ষায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। বিকেলে নগরীর ৩টি অভিজাত চায়নিজ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাবার থাকায় পুলিশ লাইন রোডের হুপার্স এর মালিককে ১০ হাজার টাকা, নগরীর সিএন্ডবি রোডের তাওয়া রেস্টুরেন্টের মালিককে ২ হাজার এবং গোলপাতা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত