ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

সৌদি ফেরত যুবক গ্রেপ্তার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০১৯, ০১:০৫

সৌদি ফেরত যুবক গ্রেপ্তার

সৌদি আরবে অপরাধ করায় সে দেশ থেকে ফেরত পাঠানো ফাহিম উদ্দিন ওরফে শাকিল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় বলে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান জানিয়েছেন।

তিনি বলেন, আইন ভঙ্গের জন্য সৌদি আরব সম্প্রতি শাকিলকে ফেরত পাঠিয়েছিল। দেশে এসে তিনি আত্মপোগন করেন। তবে সিআইডি তার খোঁজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে আজ ঢা্কার শান্তিনগর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাকিল নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দিয়ে ফেইসবুক একাউন্ট খুলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ, আপত্তিকর প্রচার করতেন বলে জানান শারমিন।

তিনি বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিম ফেইসবুক মনিটরিং করার সময় লক্ষ্য করে,‍‍ মোহাম্মদ মেজর শাকিল নামে একটি ভূয়া আইডি খুলে এক ব্যাক্তি এসব বক্তব্য প্রচার করছে। অনুসন্ধান করে জানা যায়, এই আইডি সৌদি আরব থেকে চালানো হচ্ছে।

তখন সৌদি আরবে যোগাযোগ করে সিআইডি জানতে পারে, শাকিলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ফাহিমের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের টিওরী গ্রামে।

তখন সিআইডি তাকে গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে। শাকিলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পল্টন থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত