ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

জন্মাষ্টমীর দিনে নিয়োগ পরীক্ষা নেয়ায় তাপসের ক্ষোভ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৪:৪৪

জন্মাষ্টমীর দিনে নিয়োগ পরীক্ষা নেয়ায় তাপসের ক্ষোভ
প্রতীকী ছবি

জন্মাষ্টমীর দিনে নিয়োগ পরীক্ষা নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তাপস কুমার পাল। শনিবার জাতীয় প্রেস ক্লাবে শ্রীকৃষ্ণ সেবা সংঘ আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

তাপস কুমার পাল বলেন, জন্মাষ্টমীর দিনে কেনো নিয়োগ পরীক্ষা নেয়া হলো, কারা এরা, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরা বাংলাদেশের ভালো চায় না। এদের চিহ্নিত করতে হবে।

এছাড়া আলোচন সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা -৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ ইস্যু। ভারত তার সংবিধান কাটবে না, জোড়া লাগাবে এটা তাদের বিষয়। এটা নিয়ে আমাদের মাথা না ঘামানোই ভালো। আমাদের মাথা ঘামাতে হবে রোহিঙ্গা ইস্যু নিয়ে।

শত্রু সম্পত্তি আইন বাতিলের জন্য সোচ্চার থাকার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের অনুরোধ করেন কাজী ফিরোজ রশীদ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য সোমনাথ দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, ঢাকা মহানগরের সভাপতি চিত্তরঞ্জন দাস, ডিএসসিসির ৫৯ ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক প্রমুখ।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত