ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

মেয়ের হার্ট সারাইয়ের লড়াইয়ে লিপ্ত ঝালমুড়ি বিক্রেতা রবিউল

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:২২

মেয়ের হার্ট সারাইয়ের লড়াইয়ে লিপ্ত ঝালমুড়ি বিক্রেতা রবিউল

সকালে এ্যাসেম্বলির সময় স্কুলের শিক্ষার্থীরা যখন একসঙ্গে জাতীয় সঙ্গীত গাচ্ছিল, তখন শিশু মরিয়ম বাবার কোলে চড়েই তাদের সাথে মুখ মিলাচ্ছিল। মরিয়মের প্রতিদিন স্কুলে আসার বায়না মেটাতেই কাজ ফেলে কিছু সময়ের জন্য তাকে স্কুলে আনেন বাবা । সে সহপাঠীদের সঙ্গে খেলতে চায়, পড়তে চায়। কিন্তু গুরুতর অসুস্থ হওয়ার কারণে স্কুলে আসতে পারে না। হার্টে ছিদ্র থাকায় শ্বাস কষ্ট হয়। শরীরের বৃদ্ধি নেই। এভাবেই প্রায় সাত বছরের শিশু মরিয়মকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন ঝালমুড়ি বিক্রেতা পিতা রবিউল ইসলাম। অর্থের অভাবে অপারেশন করাতে পারেনি।

ঝিনাইদহ শহরের আরাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মরিয়ম। আরাপপুর বাসষ্ট্যান্ডের চাঁনপাড়ায় তাদের বাড়ি। বাবা রবিউল ইসলাম জানান, ৪ মাস বয়স থেকে মরিয়ম হৃদরোগে ভুগছে। তার হার্টে ছিদ্র ধরা পড়ার পর সহায় সম্বল বিক্রি করে গত সাত বছর ধরে চিকিৎসা করাচ্ছেন। এখন মরিয়মের বয়স ৭ বছর ৫ মাস। এ পর্যন্ত বাংলাদেশ ও ভারতে পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ এবং যাতায়াত বাবদ ব্যয় হয়েছে ৫ লাখ টাকা। এখন মেয়েটির অপারেশনের জন্য বিভিন্ন স্কুলে স্কুলে সাহায্য তুলে বেড়াচ্ছেন রবিউল।

সর্বশেষ ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিয়াক সাইন্স হাসপাতালের চিকিৎসক ডাঃ সুকান্ত কুমার বেহারা গত ২৪ আগষ্ট পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের কথা বলেছেন। সেখানে ২ লাখ ৯৬ হাজার টাকার একটি হিসাব ধরিয়ে দেওয়া হয়েছে। অথচ এই অর্থ মরিয়মের বাবা রবিউল ইসলামের নেই। সামান্য ঝালমুড়ি বিক্রি করেই তার সংসারই চলে না।

আরাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন জানান, প্রচণ্ড মেধা আর ইচ্ছাশক্তি আছে মরিয়মের। কিন্তু রোগের কাছে হেরে যেতে বসেছে মরিয়ম। তিনি বলেন, সাধ্যমতো আমরা স্কুল থেকে সাহায্য তুলে মরিয়মকে চিকিৎসা সহযোগিতা করে আসছি। তার বাবার আর কিছুই নেই। তিনিও বিভিন্ন ব্যক্তি আর প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চাচ্ছেন মেয়ের হার্ট অপারেশনের জন্য। সমাজের দানশীল ও বিত্তবানদের মধ্যে কেও মিরয়মকে আর্থিক সহায়তা করতে চাইলে তার পিতা মোঃ রবিউল ইসলামের ০১৯২২৮১৬৬১৪ (বিকাশ) এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত