ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে আটক এক

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১৩:৩৬

জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে আটক এক
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর জাল করে জনসাধারণকে সহস্রাধিক জন্ম নিবন্ধন সনদ দেয়ার অভিযোগে ওই ইউপি’র এক উদ্যোক্তাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটককৃত ওই ইউনিয়নের নূরপুর বোয়ালি গ্রামের মৃত এলাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম সুলতু (৩৫)।

শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় তার বিরুদ্ধে ইউপি সচিব মুসা মিয়া বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে খালিয়াজুরী থানায় মামলা দেয়। পরে স্থানীয় থানা পুলিশ রফিকুল ইসলাম সুলতুকে তার নিজ গ্রাম থেকে আটক করে।

এসব তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

তিনি মামলার বরাত দিয়ে জানান, সুলতু ওই ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম ও ইউপি সচিব মুসা মিয়ার স্বাক্ষরজাল করে ৭ বছরে ১৩০০ টি জন্মনিবন্ধন সনদ জনসাধারণকে দিয়েছেন। এসব সনদ দিয়ে তিনি জনসাধারনের কাছ থেকে প্রায় ৫৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এ টাকা হাতিয়ে নেয়ার প্রমান পেয়ে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এরশাদুল আহমেদ উজ্জলের তৈরি করা একটি তদন্ত প্রতিবেদনও সংযুক্ত রয়েছে থানায় করা অভিযোগে।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসায় জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি সুলতু স্বীকার করেছেন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত