ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পুলিশি বাধায় মানববন্ধন পণ্ড

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১৬:২৮

পুলিশি বাধায় মানববন্ধন পণ্ড

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী শ্যাম চন্দ্র দাস হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে মানববন্ধন পুলিশ পণ্ড করে দেয়।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সদর উপজেলার মস্তফাপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী শ্যাম চন্দ্র দাসকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় রোববার সকালে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিচারের দাবিতে নিহতের স্বজনরা ও এলাকাবাসী মানববন্ধন করতে আসে। এসময় জেলা প্রশাসকের বাস ভবনের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে যায়। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারীদের পুলিশ মারধর করে।

পরে সাংবাদিকদের হস্তক্ষেপে পুলিশের উপস্থিতিতেই জেলা প্রশাসকের বাসভবনের পাশে অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে নিহত ব্যবসায়ীর পরিবারবর্গ ও এলাকাবাসী।

নিহতের স্ত্রী সম্পা রানী দাস বলেন, আমি কি আমার স্বামীর হত্যার বিচার পাব না? আমরা মানববন্ধন করতে আসলাম, পুলিশ কেন আমাদের ব্যানার কেড়ে নিয়ে গেল? পুলিশ হত্যা মামলার প্রধান আসামিদের ধরছে না কেন? আমি স্বামী হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আমার দুটি অবুঝ সন্তান। তাদের ভবিষ্যৎ কী হবে?

নিহতের মা মিনা দাস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। আমাদের মারধর করেছে। আমার ছেলেকে হত্যার ঘটনায় পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের এই জুলুম কেন বুঝতে পারছি না।

এদিকে মানববন্ধনে বাধা দেয়ার বিষয় অস্বীকার করে মাদারীপুরেরর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, কাউকে কিছু না জানিয়ে তিনটি ট্রাকে হাজার খানেক লোক জড়ো হয়ে রাস্তা বন্ধ করে দেয়। পরে রাস্তার ওপর থেকে সরিয়ে তাদেরকে পাশে মানববন্ধন করতে দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত