ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ঘূর্ণিঝড় বুলবুল: প্রথম আঘাত হানবে যে জেলায়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ০৯:৫২  
আপডেট :
 ০৯ নভেম্বর ২০১৯, ১০:০২

ঘূর্ণিঝড় বুলবুল: প্রথম আঘাত হানবে যে জেলায়
প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকালে আবহাওয়াবিদ মো. রুহল কুদ্দুস এ তথ্য জানান।

রুহল কুদ্দুস আরো জানান, বুলবুলের কারণে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস আঘাত করতে পারে। ধারণা করা হচ্ছে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার আগে বা পরে ঝড়টি ১৫০ কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবনে (সাতক্ষীরা) প্রথম আঘাত হানতে পারে।

এদিকে কলকাতা শহরজুড়ে শনিবার ভোররাত থেকেই বুলবুলের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল শুক্রবার দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত