ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মুন্সীগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:২৯

মুন্সীগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু

হাই কোটের নির্দেশনার পর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহামেদের উপস্থিতিতে উপজেলার বালুর চরে স্ক্যাভেটর দিয়ে মামা- ভাগ্না ব্রিকস ভেঙে দেয়া হয়। এরপর আকাশ ব্রিকস ফিল্ড ও মোল্লা ব্রিক ফিল্ডের চুল্লি­, ফায়ার সার্ভিসের কর্মীরা পানিতে ডুবিয়ে দেন এবং এদুটি ইট ভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে কুচিয়া মোরার দুটি অবৈধ ইটভাটা ভাঙার উদ্দেশ্যে রওনা দেয় টিম। এসময় মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া বলেন, আজকে শুধু সনাতন পদ্ধতিতে চলা ৫টি ইটভাটা ভাঙা হবে। পর্যায়ক্রমে তাদের অভিযান চলবে। জেলার ৭৮ টি ইটভাটার মধ্যে ৩৭টিকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত