ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

এক চোখ, নাকহীন গরুর বাছুর দেখতে জনতার ঢল

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ১৪:০৩

এক চোখ, নাকহীন গরুর বাছুর দেখতে জনতার ঢল

এক চোখ ও নাক ছাড়া জন্মানো গরুর বাছুরকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন গাইবান্ধা সদরের নজমাল হোসেনের বাড়িতে।

সদর উপজেলার গিদারী ইউনিয়নের কমলবাজারে নজমাল হোসেনের বাড়ি। প্রতিনিয়ত তার বাড়িতে গাইবান্ধা, রংপুর ও পার্শ্ববর্তী জেলা থেকে ভিড় করছে উৎসুক জনতা।

জানা গেছে, স্থানীয় পশু চিকিৎসকেরাও এর কোন কারণ জানাতে পারেনি।

এই বাছুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন রহমান নগর কারিগরি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কামরুল হাসান মিন্টু।

তিনি জানান, ৯ ডিসেম্বর বেলা ২টায় বাছুরটি জন্মায়। এখন সুস্থ আছে সে। স্থানীয় পশু চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে গেছেন। নাক না থাকার কারণে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে বাছুরটি। আর তার দুটি চোখ একখানে। বাছুরটিকে এখন ফিডারে করে খাওয়ানো হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত