ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৮ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকে ফের দুঃসংবাদ দিলো ডিপিই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ০৯:৫৭

প্রাথমিকে ফের দুঃসংবাদ দিলো ডিপিই

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। ভাইরাসের এই সংক্রমণ পুরোপুরি ভাবে রোধ না হলে এই ছুটি ঈদ পর্যন্ত বৃদ্ধিও করতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।

ইতোমধ্যে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিতও হতে পারে বলে জানা গেছে। প্রাথমিকের এই পরীক্ষা আগামী ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে হওয়ার কথা আছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই পরীক্ষা পেছানো হবে।

আরো পড়ুন: বেতন নিয়ে সকল স্কুল-কলেজের শিক্ষকদের জন্য দুঃসংবাদ​

এমন খবরের রেশ কাটতে না কাটতেই আরও একটি দুঃসংবাদ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। জানা গেছে, সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রাথমিকের রেকর্ডিং করা ক্লাস হওয়ার কথা থাকলেও সেটি আপাতত স্থগিত করা হয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় এই ছুটিতে শিক্ষার্থীদের যেন পড়াশুনা ব্যহত না হয় তার জন্য ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সেরা শিক্ষকদের রেকর্ডিং ক্লাস শুরু করেছে। ঠিক এমনিভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণির শিক্ষার্থীদের জন্য টেলিভিশন শ্রেণি পাঠদান শুরুরও ঘোষণা দিয়েছিলো সরকার।

আরো পড়ুন: প্রাথমিকে দুঃসংবাদ দিলো ডিপিই

এমনকি আগামী ৫ এপ্রিল থেকে টেলিভিশনে প্রাথমিক স্তরের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান শুরুর তারিখও নির্ধারণ করা হয়েছিলো।

বলা হয়েছিলো, সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে ওইদিন রেকর্ডিং ক্লাস সম্প্রচার করা হবে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণির জন্য বর্ণ ও বানান শিক্ষার ওপর শিক্ষকদের মাধ্যমে ভিডিও ধারণ করে প্রচার এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাসের সঙ্গে সমন্বয় করে শ্রেণি পাঠ বাস্তবসম্মত করে তা প্রতিদিন টেলিভিশনে প্রচার করা।

আরো পড়ুন: ঢাকার যে ১৮ এলাকায় করোনা ছড়িয়েছে

এ ব্যাপারে গত সপ্তাহে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে শিক্ষকদের কাছে শ্রেণি পাঠের ভিডিও ধারণ কার্যক্রমে যুক্ত হতে নিবন্ধন করতে বলা হয়। সেখানে শতাধিক শিক্ষক নাম নিবন্ধন করলেও ৪০ জন শিক্ষককে নির্বাচনও করে ডিপিই। তবুও আটকে গেছে টিভিতে প্রাথমিকের এই ক্লাস।

এ ব্যাপারে ডিপিই’র মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, ‘নানা প্রতিবন্ধকতার কারণে প্রাথমিকের শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু করতে কিছুটা দেরি হচ্ছে।’

আরো পড়ুন: নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নিয়ে বিরাট সুখবর

কারণ হিসেবে তিনি বলেন, ‘নির্বাচিতদের কাছ থেকে রেকর্ডিং করা ভিডিও দেখে মনে হয়েছে সেগুলো এডিট করে টেলিভিশনে সম্প্রচার করার মতো নয়। শিক্ষকদের দক্ষতা না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণে প্রাথমিকের শ্রেণি পাঠ কার্যক্রম টেলিভিশনে প্রচার শুরু করা সম্ভব হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের বাসায় তৈরি করা ভিডিও নিম্নমানের। পরিবহন বন্ধ থাকায় তারা (শিক্ষকরা) স্টুডিওতে আসতে পারছেন না। তবে এখন শিক্ষকরা কাছাকাছি রয়েছেন, তাদেরকে রেকডিং স্টুডিওতে নিয়ে কাজ শুরু করা হয়েছে।’

আরো পড়ুন: প্রাথমিকের ২৪ কোটি টাকা যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে​

ডিপিই মহাপরিচালক আরো বলেন, ‘প্রাথমিকের টিভিতে ক্লাস বাস্তবায়নে আমরা অনেক এগিয়ে গেছি, সব কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে, আগামী দুই-একদিনের মধ্যে টেলিভিশনে সম্প্রচারের সময়সূচি জানিয়ে দেয়া হবে।’

শিক্ষকদের অদক্ষতার অভিযোগ নাকচ করে দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, ‘অধিদফতরের ওয়েবসাইটে শিক্ষকরা নিবন্ধন করলেও দক্ষ ও সিনিয়র শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। আর যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের পাঠানো ভিডিও সম্প্রচার করা যাচ্ছে না। দায়িত্বশীল কর্মকর্তাদের সমন্বয়হীনতার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

আরো পড়ুন: করোনায় শিক্ষক নিয়োগে বিরাট দুঃসংবাদ​

তিনি আরো বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আগের চাইতে অনেক দক্ষতা বৃদ্ধি পেয়েছে। প্রায় সব শিক্ষকের তথ্য-প্রযুক্তির সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে তারা প্রজেক্টর ও মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিয়ে থাকেন। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের এ কাজে যুক্ত না করায় এটি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত