ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক-মাধ্যমিকের ক্লাস ৬ দিন বন্ধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ১৩:০১

প্রাথমিক-মাধ্যমিকের ক্লাস ৬ দিন বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিকে ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সংসদ টেলিভিশনে চলা ক্লাস বন্ধ থাকবে। আগামী ১ নভেম্বর থেকে পুনরায় সংসদ টিভিতে ক্লাস প্রচার করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা মহামারির সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস সম্প্রচার করে আসছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমের নতুন ক্লাস সম্প্রচার আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। উল্লেখিত সময়ে পূর্বে সম্প্রচারিত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে।

১ নভেম্বর থেকে যথারীতি নতুন ক্লাসের সম্প্রচার শুরু হবে এবং যথাসময়ে ক্লাস রুটিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাউশির বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি​

প্রধানমন্ত্রীর নির্দেশে যেসব প্রাথমিকে শুরু হচ্ছে নতুন কার্যক্রম

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেকার তৈরির কারখানা

বাংলাদেশ জার্নাল/একে/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত