ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

সিলেটে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ ছেলেরা

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৪:২৩

সিলেটে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ ছেলেরা

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে। সিলেটে এইচএসসি ও সমমান পরীক্ষার গতবার পাসের হার ছিল ৬২ দশমিক ১১ আর এবার পাসের হার ৬৭ দশমিক ৫।

গতবার জিপিএ-৫ পেয়েছিলো ৮৭৩ জন শিক্ষার্থী এবার সে সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪ জনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ অনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

সিলেট শিক্ষাবোর্ড এর হিসেব অনুযায়ী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৭৬ হাজার ৫২১ জন অংশ নেয়। যার মধ্যে ৩৪ হাজার ৬৪৯ জন ছেলে। যেখানে পাস করেছে ২৪ হাজার ৪৯০ জন।

পাসের হারে মেয়েরা আর জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৬৮.৮৩ শতাংশ আর ছেলেদের ৬৪.৯১ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ৬৪৪ জন ছেলে। মেয়েরা পেয়েছে ৪৫০ জন।

বুধবার (১৭ জুলাই) প্রকাশিত ফলাফলে সিলেট শিক্ষাবোর্ড এর হিসেব অনুযায়ী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৭৬ হাজার ৫২১ জন অংশ নেয়। যার মধ্যে ৩৪ হাজার ৬৪৯ জন ছেলে। যেখানে পাস করেছে ২৪ হাজার ৪৯০ জন।

এছাড়া ৪১ হাজার ৬০২ জন মেয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। যেখানে পাস করেছে ২৮ হাজার ৬৩৪ জন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত