ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে আবুল কালাম আজাদের যোগদান

  নিজস্ব প্রতিবেক

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৫:১৩

ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে আবুল কালাম আজাদের যোগদান

বেসরকারি বিশ্ববিদ্যালয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে গত বৃহষ্পতিবার ( ১ জুলাই) যোগ দিয়েছেন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।

সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর হিসেবে অবসরে যান তিনি । ড. আবুল কালাম আজাদ ৩ বছর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. আজাদ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ড. আজাদ দেশ এবং বিদেশের অনেকগুলো পেশাদার সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তার একাধিক পাবলিকেশন রয়েছে যা দেশ ও দেশের বাইরে থেকে প্রকাশিত হয়েছে।

গত ৩০ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩২(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ হতে পরবর্তী ০৪(চার) বছরের জন্য ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত