ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ইবিতে ‘জৈবপ্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যকর পণ্য উদ্ভাবন’ শীর্ষক সেমিনার

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ০৬ মে ২০১৮, ১৭:২৭

ইবিতে ‘জৈবপ্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যকর পণ্য উদ্ভাবন’ শীর্ষক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জৈবপ্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যকর পণ্য উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ জাহিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. হিরোকি হামাদা।

প্রধান অতিথি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘ড. হিরোকি হামাদা সারাজীবন রোগ প্রতিরোধী এবং সুস্বাস্থ্য রক্ষাকারী পরিপূরক খাদ্য উদ্ভাবনের গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। লাইফ সায়েন্স এবং বায়োটেকনোলজি অধ্যয়নের ইতিহাসে এটি একটি বিস্ময়কর ঘটনা। বিষয়টি আমাদের শিক্ষার্থীদের জন্য অনুসরণীয়। অধ্যাপক হিরোকির ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগমনে বাংলাদেশ-জাপান সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো।’

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত