ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ০৪:৪৯

গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত

গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একাতেরিনি সাকেল্লারোপোউলু । মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর পাওয়া গেছে।

বুধবার ৩০০ সদস্যের পার্লামেন্টে ২৬১ জনই তার পক্ষে ভোট দেন। শটির অন্যতম শীর্ষ এই বিচারককে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন রক্ষণশীল দল। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ৬৩ বছর বয়সী একাতেরিনি পরিবেশগত ও সাংবিধানিক আইনের বিশেষজ্ঞ। আগামী ১৩ মার্চ তিনি শপথ নেবেন।

গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর জানথি থেকে আসা একাতেরিনি গ্রিসের শীর্ষ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেটের প্রথম নারী প্রধান ছিলেন। ২০১৮ সালে তাকে ওই পদে সমর্থন দেয় বামপন্থী সিরিজা পার্টির নেতৃত্বাধীন সরকার। গত বছরের জুলাইয়ে নিউ ডেমোক্র্যাসি পার্টির কাছে ক্ষমতা হারায় দলটি।

গ্রিসের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট সে দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান ও সর্বাধিনায়ক। সরকার ও আইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দেন। অবশ্য যুদ্ধ ঘোষণার ক্ষমতা থাকলেও প্রেসিডেন্টকে তা সরকারের সঙ্গে যৌথভাবেই করতে হয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত