ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

করোনায় রাশিয়ায় ৫০০ চিকিৎসকের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২০, ১১:৪৩

করোনায় রাশিয়ায় ৫০০ চিকিৎসকের মৃত্যু
প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় ৫০০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য বিষয়ক একটি সংস্থা এ তথ্য জানিয়েছে।

মস্কো টাইমস, বিবিসি, আনাদলুসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবরে বলা হয়েছে, রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক তদারক সংস্থা রসড্রাভনাডজরের প্রধান আলা সামোইলোভা বৃহস্পতিবার এক অনলাইন কনফারেন্সে বলেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা প্রায় ৫০০ জন সহকর্মীকে হারিয়েছি, যাদের সংখ্যা ৪৮৯ জন।’

এর আগে ২৬ মে দেশটি এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছিলেন, করোনায় মারা যাওয়ায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ছিলো ১০১ জন। সেখানে এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৯ তে।

এ ব্যাপারে সামোইলোভা বলেন, ‘আগের হিসাবটি আনুষ্ঠানিক ছিলো না। অনলাইনে প্রচারিত তথ্য থেকে ওই হিসাব নেয়া হয়েছিল।’

এদিন এই রুশ কর্মকর্তা বলেন, ‘আমরা কি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের এসব মৃত্যু রোধ করতে কোনো ব্যবস্থা নিতে পারতাম? সম্ভবত হ্যাঁ।’

তিনি জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও স্বীকার করেছেন যে- চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)-এর সংকট ছিলো।

সামোইলোভা বলেন, করোনার জন্য আমাদের দেশ প্রস্তুত ছিল না, আমাদের কাছে অল্প পিপিই ছিল। সত্যি বলতে শুরুতে আমাদের কিছু সমস্যা ছিল, কিছু ত্রুটি ছিল।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত