ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

করোনার নতুন ৩ উপসর্গ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২০, ২১:৫৩

করোনার নতুন ৩ উপসর্গ

করোনার নতুন ৩ উপসর্গ হচ্ছে সর্দি, বমিভাব আর ডায়রিয়া বলে চিহিৃত করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি)। কোভেন্ট্রি টেলিগ্রাফ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে করোনা সংক্রমণের লক্ষণ ছিল জ্বর, গলা ব্যাথা, কাশি, শ্বাসকষ্ট, দুর্বলতা বা ক্লান্তি, পেশী বা শরীরের ব্যথা, মাথা ব্যাথা ইত্যাদি।

সিডিসি বলছে, এই লক্ষণগুলোর মধ্যে শ্বাসকষ্ট, বুকে ক্রমাগত ব্যথা বা চাপ, জেগে থাকতে অসুবিধা, ঠোঁট বা মুখ নীল রঙয়ের হয়ে যাওয়াকে জরুরি সতর্কতা লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সিডিসি আরও জানায়, আগামী দিনগুলোতে করোনার উপসর্গ ও জরুরী লক্ষণ আরো হালনাগাদ করা হবে। নতুন এ লক্ষণগুলো আক্রান্ত ব্যক্তির শরীরে ২ থেকে ১৪ দিনের মধ্যে সামান্য কিংবা তীব্র আকারে দেখা যেতে পারে। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে প্রাপ্তবয়ষ্ক, ফুসফুস ও ডায়াবেটিসের রোগীরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত