ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ইতালির নিষেধাজ্ঞা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২০, ১২:৩৬

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ইতালির নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৩টি রাষ্ট্র থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ইতালি সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় নিষেধাজ্ঞাভুক্ত ১৩টি দেশ হলো- বাংলাদেশ, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বোসনিয়া, হার্জেগোভিনা, চিলি, কুয়েত, নর্থ ম্যাসিডোনিয়া, মোলডোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক।

বিবৃতির মাধ্যমে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, যারা এ সব দেশে গত ১৪ দিনের মধ্যে ভ্রমণ করেছেন তাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এই ১৩টি দেশ ছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন ও শেনজেন বহির্ভূত দেশগুলোর নাগরিকরা ইতালিতে প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

প্রসঙ্গত, ইতালিতে এ পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ৩৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৪ হাজার ৯২৬ জন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত