ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কলকাতাকে ভারতের রাজধানী করার দাবি মমতার

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৩২  
আপডেট :
 ২৩ জানুয়ারি ২০২১, ২০:০৮

কলকাতাকে ভারতের রাজধানী করার দাবি মমতার
সংগৃহীত ছবি

নেতাজি সুভাষ-চন্দ্র বসুর জন্মদিনে কলকাতাসহ ভারতের চার প্রান্তকে চারটি রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘুরিয়ে ফিরিয়ে দেশটির চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি জানান তিনি৷

শনিবার নেতাজির জন্মদিন উপলক্ষে কলকাতার শ্যামবাজার থেকে রেড রোডে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব দাবি জানান।

মমতা বলেন, ‘কলকাতা একদিন ভারতের রাজধানী ছিল, তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী হোক কলকাতা৷ পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতে একটি করে রাজধানী ঘোষণা করা হোক৷’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা ও বিহারে৷ মহাত্মা গান্ধী বেলেঘাটায় এসে আন্দোলন করতেন৷ নবজাগরণ, বিধবা ও বাল্য বিয়ের মতো সংস্কারের জন্ম বাংলায় হয়েছিল৷ বাংলা কোনো অবহেলা সইবে না৷’

নেতাজি সুভাষ-চন্দ্র বসুকে নিয়ে মমতা বলেন, ‘নেতাজির লড়াই ভারতকে মুক্ত করার জন্য ছিলো। আমি এখনও মনে করি নেতাজির ইতিহাস। ভারতের কেন্দ্রীয় সরকার আজ অবধি নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করেনি। যা নিয়ে আমাদের দুঃখ রয়েছে। আমাদের দাবি, নেতাজির জন্মদিনকে ভারতের জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করতে হবে।’

একইসঙ্গে মমতা দাবি করেন, নেতাজির বই বাধ্যতামূলক করা হোক ভারতের সমস্ত স্কুল কলেজে।

মমতা বলেন, ‘এর আগে আমি ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে দিয়ে কলকাতা বিমানবন্দরের নাম নেতাজির নামে রেখেছিলাম। তবে সেই নাম বদলে কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল?’

তিনি আরও বলেন, ‘নেতাজি সুভাস চন্দ্র বসুর মতো দেশপ্রেমিক কম ছিলো। মনে দুঃখ রয়ে গিয়েছে, ওনার জন্মদিনটা জানলেও মৃত্যুদিন জানি না।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত