ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

বুরকিনা ফাসোতে সোনার খনিতে বিস্ফোরণ, নিহত ৬০

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২

বুরকিনা ফাসোতে সোনার খনিতে বিস্ফোরণ, নিহত ৬০
ছবি- সংগৃহীত

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি অবৈধ সোনার খনিতে বিস্ফোরণ ঘটে প্রায় ৬০ জন নিহত ও অনেকে আহত হয়েছে। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পনি প্রদেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পনির হাই কমিশনার আঁতোয়ান দৌয়াম্বা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি এলাকায় পড়ে থাকা গাছ ও বিধ্বস্ত হয়ে যাওয়া টিনের ঘরবাড়ি দেখা গেছে একটি ছবিতে। আরও দেখ যায় বিস্ফোরণের ফলে মৃতদের লাশগুলো রাখা হয়েছিলো খোলা যায়গায় মাদুর দিয়ে ঢেকে।

এদিকে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলো নিজেদের তহবিলের জন্য খনি এলাকাগুলো নিয়ন্ত্রণ করতে চায়। দেশটির স্থানীয় জঙ্গি সংগঠনটির সাথে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগও রয়েছে। তবে সোমবারের বিস্ফোরণটি যে এলাকায় ঘতেছে সেটি জঙ্গী সংগঠনের এলাকা থেকে অনেকটা দূরে অবস্থিত এবং এর সাথে জঙ্গি গোষ্ঠীর কোনো সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত