ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

আসামে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৫

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১৫:২৫

আসামে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৫

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই ওই রাজ্যের বিভিন্ন জেলাতে বন্যার জেরে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন।

আসামের মোট ৩৩ টি জেলার মধ্যে ৩০টি জেলা বন্যার পানিতে ভেসে গিয়েছে। জমি জায়গা, রাস্তাঘাট, বাড়ি ঘর পানির তলায় ডুবে রয়েছে। আসামের একাধিক জেলায় একতলা সমান বাড়ি পানির নিচে বলেও খবর মিলেছে। আসামের বন্যা প্লাবিত এলাকায় আটকে রয়েছেন প্রায় ৪৩ লক্ষ মানুষ। বন্যা কবলিত ৩০টি জেলার ৪ হাজারেরও বেশি গ্রাম সম্পূর্ণ বিপর্যস্ত। পানির নীচে তলিয়ে রয়েছে গ্রামের বেশিরভাগ অংশ।

আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় ৯৫ শতাংশ এলাকাই এখন পানির তলায়। আসামের বন দফতর সুত্রে জানা গিয়েছে, কাজিরাঙা অভয়ারণ্যে অন্তত ১৭টি বন্যপ্রাণীর মৃত্যু ঘটেছে। আসামের প্রায় ৯০ হাজার হেক্টর কৃষি জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসামের অন্যতম ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই রাজ্যের বন্যা কবলিত এলাকা থেকে প্রায় ৮৩ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বন্যা দুর্গতদের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে মোট ১৮৩ টি ত্রাণশিবির গড়ে তোলা হয়েছে। আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে সেখানকার বন্যা বিপর্যস্ত জেলাগুলিকে ত্রাণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ৫৬ কোটি রুপি অর্থ বরাদ্দ দিয়েছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত