ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

ভারত-পাকিস্তান এ পর্যন্ত যত যুদ্ধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ১০:৩৮  
আপডেট :
 ১৭ আগস্ট ২০১৯, ১১:২৮

ভারত-পাকিস্তান এ পর্যন্ত যত যুদ্ধ

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বেশ পুরনো। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীনতার ফলে ভারত প্রজাতন্ত্র ও ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান ২টি স্বাধীন রাষ্ট্রের বিকাশ ঘটে। তারপর থেকে এই দুটি দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ হয়। এর মধ্যে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ ১৯৭১ ছাড়া সকল যুদ্ধই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ঘটেছে।

এদিকে গত ৫ আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হঠাৎ করেই রাজ্যসভায় কাশ্মীরকে গত ৭০ বছরেরও বেশি সময় ধরে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারাটি বাতিল ঘোষণা করেন। এরপর থেকেই অনেকেই মনে করছেন কাশ্মীরকে ঘিরে আবারো যুদ্ধে জড়াতে চলেছে ২ প্রতিবেশি দেশ।

ভারত-পাকিস্তান এ পর্যন্ত যত যুদ্ধ....

১৯৪৭ সালের অক্টোবরে স্বাধীনতা অর্জনের পর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্য ২ মাস যুদ্ধ হয়েছে।

১৯৬৫ সালের আগস্টে আবার কাশ্মীর নিয়ে সংক্ষিপ্ত সময়ের যুদ্ধ হয়।

১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশকে সমর্থন করে ভারত। এ নিয়ে আবার ভারত ও পাকিস্তান জড়িয়ে পড়ে যুদ্ধে।

১৯৯৯ সালের মে মাসে কারগিলের যুদ্ধে জড়ায় পাকিস্তান ও ভারত।

২০০১ সালের অক্টোবরে ভারতশাসিত কাশ্মীরে হামলায় নিহত ৩৮ জন। এর দুই মাস পর ভারতের পার্লামেন্টে হামলায় নিহত ১৪ জন।

২০০৮ সালের নভেম্বর মুম্বাইয়ে জঙ্গি হামলা। মুম্বাইয়ের প্রধান রেলওয়ে স্টেশন, বিলাসবহুল হোটেলে হামলায় নিহত ১৬৬ জন। ভারতের অভিযোগ, পাকিস্তানভিত্তিক লস্কর–ই–তাইয়েবা এ হামলা চালিয়েছে।

২০১৬ সালের জানুয়ারিতে ভারতের এয়ার বাসে জঙ্গি হামলা। চার দিন ধরে চলা এ হামলায় ৭ ভারতীয় সেনা ও ৬ জঙ্গি নিহত হয়।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত