ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ছাত্রকে ‘ক্রীতদাসের দাম নির্ণয়’ করতে বলে বিপাকে শিক্ষক

ছাত্রকে ‘ক্রীতদাসের দাম নির্ণয়’ করতে বলে বিপাকে শিক্ষক

পঞ্চম শ্রেণিতে এক ছাত্রকে শিক্ষক যে গণিত অংক করতে বলেছিলেন তাতে লেখা ছিল-‘ক্রীতদাসের জন্য দাম ঠিক কর’। শিক্ষকের এমন কাণ্ড ছাত্রের বাড়ির লোকের নজরে আসে। তারা বিষয়টি জানান স্কুল কর্তৃপক্ষকে।

স্কুল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসতেই নড়ে চড়ে বসেন তারা। বিষয়টি নিয়ে জবাবদিহি করতে বলা হয় অভিযুক্ত শিক্ষককে। বর্তমানে অভিযুক্ত ওই শিক্ষককে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। অনভিপ্রেত এই বিষয়টি নিয়ে ক্ষমাপ্রার্থনা করে চিঠিও লিখেছেন ওই স্কুলের প্রিন্সিপাল।

এমন ঘটনা ঘটেছে আমেরিকার মিসৌরির ব্লেডস এলিমেন্টারি স্কুলে।

এদিকে ওই ছাত্রের পরিবারের পারিবারিক বন্ধু লি হার্ট বিষয়টি পোস্ট করেন ফেসবুকে। যেটি ভাইরালও হয়।

সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত