ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

তখন নাম হবে মোর লাশ

  মেহেদী হাসান লেনিন

প্রকাশ : ০৬ জুন ২০১৯, ২৩:৫০  
আপডেট :
 ০৬ জুন ২০১৯, ২৩:৫২

তখন নাম হবে মোর লাশ

একদিন ঘটবে যে মোর ইতি!

সেদিন কষবো না লাভ-ক্ষতি!

সেদিন রইবো না আর আমি!

কোথাও করবোনা আর পাগলামি!

সেদিন সবার মনে আমার শূন্যতা করবে বিরাজ!

মুহুর্তের জন্য থমকে যাবে চিরচেনা চারপাশ!

সেদিন কান্নার রোল পড়বে আমার বাড়ি!

সেথায় ফেলবে সবাই দীর্ঘশ্বাস!

লোকে লোকারণ্য হবে যেথায় আমি অভাগার বাস?

সেদিন চির নিদ্রায় শায়িত হবো,

তখন নাম হবে মোর ‘লাশ’!

মুহুর্তেই আমার অস্তিত্ব বিলীন হবে,

ভুলে যাবে এই পৃথিবী আমার সকল ইতিহাস!

মাটির ঘরে থাকবো একা,

ছাদ হবে তার বাঁশ!

বিদায় বেলায় ভুলবে সবাই পুরনো এই আমায়!

সেদিন ডাকবে সবাই নতুন নামে,

তখন নাম হবে মোর ‘লাশ’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত