ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

জাফরুল্লাহ চৌধুরীর পরামর্শ

সীমিত পরিসরে গণপরিবহন চালু!

সীমিত পরিসরে গণপরিবহন চালু!

করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা গণপরিবহন সীমিত পরিসরে চালুর পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার আদর্শ নাগরিক আন্দোলনের ডাকা অবস্থান কর্মসূচিদে সরকারের কাছে এ সুপারিশ করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে গাড়ি-ঘোড়া চলতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের জন্য গণপরিবহন চালু হয়নি। সে কারণে আমার সুপারিশ প্রতি দুই ঘণ্টা পর পর গণপরিবহন চালু করা প্রয়োজন। আর সপ্তাহে দুই দিন প্রাইভেটকার বন্ধ রাখতে হবে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ‘তিন মাসের বাড়ি, মেস ও দোকান ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস বিল এবং হোল্ডিং ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারি ও ভর্তুকির’ দাবিতে তিন ঘণ্টা ধরে এ অবস্থান কর্মসূচি পালন হয়।

এসময় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দুই মাস প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের জন্য সরকারি খাদ্য সামগ্রী পৌঁছানোর দাবি জানান তিনি। এছাড়া ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে অর্থ দেওয়ার উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান গণস্বাস্থ্যের ট্রাস্টি।

দেশের দুই কোটি মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছানো ও কৃষকদের বোরো ধান কেনার সময় মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য রোধে ব্যবস্থা নেওয়ারও আহবান জানান তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, শহরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ ভাড়া বাড়িতে থাকেন। করোনার কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয়-উপার্জনও বন্ধ হয়ে গেছে। তাই বাড়িভাড়া পরিশোধ করতে পারছে না তারা। বিভিন্ন বিল পরিশোধ করতে পারছে না। এদেরও ৫০ শতাংশ প্রণোদনা দেওয়ার আহবান জানান তিনি।

উল্লেখ্য, করোনাভাইরাসে দেশে নতুন করে সর্বোচ্চ ১২০২ জন আক্রান্ত এবং ১৫ জন মারা গেছেন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ঢাকা ও ঢাকার বাইরের ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৯ হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ১২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮-এ। এছাড়া নতুন করে আর ২৭৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩৮৮২ জন সুস্থ হলেন।

মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৮ জন নারী। এরমধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের বয়সসীমার মধ্যে রয়েছেন একজন।

ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত