ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

৪০ টেস্ট, ৭০ ওয়ানডে আর ৭৬টির বেশি টি-টোয়েন্টি নিয়ে টাইগারদের এফটিপি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ১০:১৯  
আপডেট :
 ১৮ এপ্রিল ২০২২, ১০:২৯

৪০ টেস্ট, ৭০ ওয়ানডে আর ৭৬টির বেশি টি-টোয়েন্টি নিয়ে টাইগারদের এফটিপি
ফাইল ছবি

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) অনুযায়ী সামনের চার বছর বেশ ব্যস্ত সময় যাবে বাংলাদেশের। আগামী চার বছর বাংলাদেশের খেলার কথা ৪০টি টেস্ট, ৭০টি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি।

রোববার (১৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী গণমাধ্যমের জানান, ‘আলাপ-আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০+ টেস্ট, ৭০+ ওডিআই, ৭৬+ আছে টি-টোয়েন্টি। হতে পারে এখান থেকে কিছু বদল হতে পারে। এইগুলো আইসিস ইভেন্টের বাইরে। এরপর তো আইসিসি ইভেন্ট আছেই। এর মধ্যে ত্রিদেশীয় সিরিজও খেলতে পারি।’

সামনের চার বছরের প্রাথমিকভাবে এই এফটিপি নির্ধারন হলেও পরিবর্তনও হতে পারে কিছু। ওয়ানডেতে বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটের সমীহ জাগানিয়া দল হলেও টেস্ট আর টি-টোয়েন্টিতে এখনো নবিশ যেন। তাই এবার এফটিপিতে টেস্ট আর টি-টোয়েন্টিতে ম্যাচ রাখা হয়েছে বেশি।

এফটিপি সূচিও সেই কথাই বলছে, ২০০০ সালে টেস্ট অভিষেকের পর এই ২২ বছরে বাংলাদেশ যেখানে খেলেছে ১৩০টি টেস্ট। সেখানে ২০২৩ থেকে পরের চার বছরেই টাইগাররা খেলবে ৪০টি টেস্ট।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত