ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

মেজাজ হারিয়ে জরিমানা গুনলেন মাহমুদউল্লাহ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৩

মেজাজ হারিয়ে জরিমানা গুনলেন মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচই হেরেছে বাংলাদেশ। এমন সময়ে আইসিসি থেকে জরিমানার কবলে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া, শাস্তি পেয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।

আইসিসির পক্ষ থেকে মাহমুদউল্লাহর ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে নেওয়া হবে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। আইসিসির নীতিমালার ২.২ এ বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ক্রিকেটার ক্রিকেট সরঞ্জাম বা কাপড়, মাঠের সরঞ্জাম বা কোনো ব্যানার নষ্ট করতে পারবে না।’ আর এই ধারা ভঙ্গের অপরাধেই জরিমানা করা হয়েছে মাহমুদউল্লাহকে।

দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়ে ফেরার পথে হতাশায় মাঠের পাশে থাকা বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে আঘাত করেন মাহমুদউল্লাহ। এতে ক্ষতি হয় বাউন্ডারি লাইন। আর এ কারণেই জরিমানা গুনতে হচ্ছে তাকে।

এদিকে একই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে বোলিংয়ের সময় মাঠে অন্তত দুইবার অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন বোল্ট। আইসিসি তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করে, পাশাপাশি তারও যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। দুজনেই স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

  • সর্বশেষ
  • পঠিত