ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

হোয়াইটওয়াশ বাংলাদেশ

হোয়াইটওয়াশ বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২৯৫ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। এ রিপোর্ট লেখা অবধি, বাংলাদেশ ৩৭ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৩৮ রান। উইকেটে আছেন সৌম্য সরকার ৮৩ বলে ৬৫, তার সঙ্গী তাইজুল ইসলাম ১২ বলে ১২।

ইনিংসের দ্বিতীয় ওভারে বিদায় নেন পুরো সিরিজে ব্যাট হাতে ব্যর্থ তামিম ইকবাল। কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তামিম ৬ বলে করেন মাত্র ২ রান। প্রথম ওয়ানডেতে ০ রানে ফেরা তামিম দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন ১৯ রান। অষ্টম ওভারের শেষ বলে বিদায় নেন ২০১৮ সালের পর ওয়ানডে একাদশে ফেরা এনামুল হক বিজয়। রাজিথার দ্বিতীয় শিকারে ফেরার আগে বিজয় ২৪ বলে দুই বাউন্ডারিতে করেন ১৪ রান। দাসুন শানাকার করা ১২তম ওভারের শেষ বলে বিদায় নেন প্রথম দুই ওয়ানডেতে ফিফটি করা মুশফিকুর রহিম। স্লিপে ক্যাচ দেওয়ার আগে মুশি করেন ১৫ বলে ১০ রান।

দলীয় ৬০ রানের মাথায় বিদায় নেন ৪ রান করা মোহাম্মদ মিঠুন। বাংলাদেশ চার উইকেট হারায়। ৮৩ রানের মাথায় বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ (৯)। সাব্বির রহমনাও (৭) বেশিক্ষণ টিকতে পারেননি। এরই মধ্যে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন সৌম্য সরকার। ৮ রান করা মেহেদি হাসান মিরাজ বেশিক্ষণ সৌম্যকে সঙ্গ দিতে পারেননি। দলীয় ১১৭ রানের মাথায় বাংলাদেশ সপ্তম উইকেট হারায়।

এদিকে দলীয় ৮৩ রানেই পঞ্চম উইকেট হারানোর পর অবশ্য ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেন সৌম্য সরকার। এরইমধ্যে তুলে নিয়েছেন নিজের একাদশ ওয়ানডে ফিফটি। কিন্তু অপরপ্রান্তে কেউ দাঁড়াতে পারছেন না। এর আগে বল হাতেও ৩ উইকেট তুলে নিয়েছিলেন সৌম্য।

বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হয় ম্যাচটি।

সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে। অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিসদের ফিফটি আর দলপতি করুনারত্নে, কুশল পেরেরার দারুণ ইনিংসে লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৯৪ রান। শেষ ১০ ওভারে লঙ্কানরা তুলে নেয় ১০৬ রান।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৪/৮ (ফার্নান্দো ৬, করুনারত্নে ৪৬, কুসল পেরেরা ৪২, কুসল মেন্ডিস ৫৪, ম্যাথিউস ৮৭, শানাকা ৩০, জয়াসুরিয়া ১৩, হাসারাঙ্গা ১২*, দনাঞ্জয়া ০, রাজিথা ০*; শফিউল ১০-২-৬৮-৩, রুবেল ৯-১-৫৫-১, তাইজুল ১০-১-৩৪-১, মিরাজ ৯-০-৫৯-০, সৌম্য ৯-০-৫৬-৩, মাহমুদউল্লাহ ৩-০-২২-০)।

  • সর্বশেষ
  • পঠিত