ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

পদ্মায় অবৈধ ড্রেজার, জেল-জরিমানা

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৩

পদ্মায় অবৈধ ড্রেজার, জেল-জরিমানা
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৪ জনকে ১৫ দিন করে কারাদণ্ডও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের পদ্মা নদীর ঘাট এবং আড়ুয়াবাধার চর সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকার ছাত্তার মোল্লার ছেলে রিপন (৩২), ভেড়ামারা বারোমাইল এলাকার সিরাজুল প্রামাণিক (৩০), আতিয়ার রহমান (৪০), আবুল কাশেম (৩৫) ও বেলগাছি এলাকার মোক্তার হোসেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান বাংলাদেশ জার্নালকে জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় রিপন, সিরাজুল প্রামাণিক, আতিয়ার রহমান ও আবুল কাশেমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোক্তার হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

> রাজধানী‌তে দুইজনের অস্বাভাবিক মৃত্যু

> মৃত মায়ের মুখ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন পাপিয়া

> ধসে যাচ্ছে তিস্তার বাম তীরের সলেডি স্প্যার বাঁধ

> যত বেশি ইতিবাচক কাজ তত বেশি পুরস্কার

> তরুণীর জোগান দিতো বান্ধবী, ধর্ষণ করতো চান্দু

> পুলিশ হেফাজতে আসামি মৃত্যু

> নারী হত্যা মামলায় একজনের ফাঁসি

> জমির দখল নিতে ভাইকে হত্যা

> গাজীপুর মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার

> স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • সর্বশেষ
  • পঠিত