ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আমৃত্যু গান‌কে ভা‌লো‌বে‌সে যা‌বো: হুমায়ূন ইলতুত

  বি‌নোদন ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২০, ১৫:২৭

আমৃত্যু গান‌কে ভা‌লো‌বে‌সে যা‌বো: হুমায়ূন ইলতুত

শখের ব‌সে ১৯৯৮ সা‌লে গা‌নের জগ‌তে পা রাখেন হুমায়ূন ইলতুত। এরপর থে‌কে দীর্ঘদিন ধরে নিজেকে গানের সা‌থে জ‌ড়ি‌য়ে রে‌খে‌ছেন। লালন শাহ্ ফ‌কি‌রের বাণী‌কে বু‌কে লালন ক‌রে গে‌য়ে চ‌লে‌ছেন গান। এই দীর্ঘ পথচলায় গে‌য়ে‌ছেন অসংখ্য গান। গে‌য়ে‌ছেন দে‌শের বেসরকা‌রি ও সরকা‌রি টি‌ভি চ্যা‌নেল বি‌টি‌ভি‌তে।

ইলতুত ব‌লেন, বর্তমানে দে‌শের সংগী‌তে অ‌নেক ভা‌লো ভা‌লো গান হ‌চ্ছে। অন্য‌দি‌কে কতিপয় কিছু মানু‌ষের জন্য অডিও বা ভি‌ডিও গা‌নের বাজার নষ্ট হ‌চ্ছে। সফটওয়ার ডাউন‌লোড ক‌রে ক‌ম্পিউটারে ব‌সে আজকাল শিল্পী হ‌য়ে যা‌চ্ছে। যার কার‌ণে গা‌নের প্র‌তি অ‌নে‌কের আস্থা ক‌মে যা‌চ্ছে।

‌তি‌নি আরও ব‌লেন, আমি প্রথমত ফ‌রিদা পারভীন, মামুন ন‌দিয়ার গা‌নের প্রে‌মে প‌ড়ে সংগীত অঙ্গ‌নে আ‌সি। খুব শীঘ্রই আমার এক‌টি গান বাজা‌রে আস‌ছে। আশা ক‌রি গান‌প্রিয় মানু‌ষের ভা‌লো লাগ‌বে।

জীব‌নের শেষ দিন পর্যন্ত লালন শাহ্ কে ম‌নে ধারণ ক‌রে চল‌তে চান এই গায়ক। নিজেকে তৈরি করতে চান ভা‌লো মানুষ হি‌সে‌বে।

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত