ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

‘আমার জানতে ইচ্ছা করে, কে দেবী বানানোর অনুমতি দিল’

‘আমার জানতে ইচ্ছা করে, কে দেবী বানানোর অনুমতি দিল’

সরকারি অনুদানে নির্মিত ‘দেবী’ ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদ। তিনি জানান, হুমায়ূনের সন্তানদের অনুমতি ছাড়াই সিনেমাটি নির্মিত হচ্ছে।

‘দেবী’ নামে হুমায়ূন আহমেদের একটি উপন্যাস আছে। এই উপন্যাসটি অবলম্বনে সিনেমাটি নির্মাণ হচ্ছে।

ফেসবুকে অভিনেত্রী শীলা লেখেন, খবরের কাগজে দেখলাম ‘দেবী’ ইন্ডিয়াতে আগে মুক্তি পাচ্ছে! ইন্ডিয়া অথবা বাংলাদেশ, আগে অথবা পরে কোন কিছুতেই আমার কিছু যায় আসে না। আমার জানতে ইচ্ছা করছে, কে দেবী বানানোর অনুমতি দিয়েছে? আমরা চার ভাইবোন দেইনি। আমাদের অনুমতি ছাড়া কীভাবে এই সিনেমা সরকারি অনুদান পেল? কীভাবে এটা বানানো হয়ে গেল?

শীলা আরো লেখেন, খুব দুঃখজনক হলেও এটা সত্যি যে, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার সব কিছুর উত্তরাধিকার তার স্ত্রী আর ছেলেমেয়েরা।

তার ভাষ্য, আমাদের ১০০% আইনগত অধিকার আছে বাবার কোন লেখা সিনেমা/নাটক/অনুবাদ হবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার। ‘সমাজের বিশিষ্ট মানুষরা’- আপনারা যদি হুমায়ূন আহমেদের লেখা নিয়ে নাটক সিনেমা বানান, আপনাদেরও ১০০% দায়িত্ব আছে হুমায়ূন আহমেদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারের অনুমতি নেয়া।

‘দেবী’ পরিচালনা করছেন আনম বিশ্বাস। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত