ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

৯৯৯ এ ফোন, জঙ্গল থেকে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২২, ২০:০৪

৯৯৯ এ ফোন, জঙ্গল থেকে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলে জঙ্গলে লুকানো অবস্থায় এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধাবার ৯৯৯ এর মিডিয়া অ্যন্ড পাবলিক রিলেশন্সের ফোকাল পার্সন ও পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় একজন কুমিল্লার চৌদ্দগ্রামের নানকরা বাজার থেকে ফোন করে জানান, সেখানে একটি জঙ্গলে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রেখেছে।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি চৌদ্দগ্রাম থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং একটি জঙ্গল থেকে দুটি বস্তায় লুকানো অবস্থায় এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা করে।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা জানান, জনৈক মেহেদী হাসান সাগর (২৫) নামে একজন ফেন্সিডিলগুলো লুকিয়ে রেখেছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এই ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত