ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকে সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থিতা

  আবু ফারুক

প্রকাশ : ০৩ মার্চ ২০২১, ১০:৩৯

প্রাথমিকে সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থিতা
ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা বিভাগে কর্মরত তিন লাখের বেশি সহকারী শিক্ষক মানসম্মত প্রাথমিক শিক্ষার লক্ষ্য অর্জনে পাঠদানের বাইরেও সরকারি অনেক কাজের দায়িত্বে তাদের সততা, দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে আসছেন। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য অভীন্ন খসড়া নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী প্রধান শিক্ষকদের জন্য সুযোগ বহাল রেখে সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউআরসি ও পিটিআই ইন্সট্রাক্টর পদে পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণের সুযোগ বাদ দেয়া হয়েছে।

এমনিতেই প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি সোনার হরিণ সমতুল্য। তার উপর বিভাগীয় প্রার্থিতার সুযোগ থেকেও যদি বঞ্চিত করা হয় তবে তা হবে মড়ার উপর খাঁড়ার ঘা। অন্যান্য সরকারি চাকরিতে পদোন্নতি বা বিভাগীয় প্রার্থিতার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন কর্মীদের অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভাগের সমৃদ্ধিতে কাজে লাগানো হলেও প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদে যোগদান করে মেধা, যোগ্যতা ও দক্ষতা থাকার পরও সেই পদের তকমা নিয়েই অবসরে যেতে হচ্ছে। মানসম্মত প্রাথমিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদের উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষকরাই বড় কুশীলব। তাই, খসড়া নিয়োগবিধি সংশোধনপূর্বক উপর্যুক্ত পদগুলোতে মেধাবী ও যোগ্যতাসম্পন্ন সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থিতার সুযোগ প্রদানে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কাম্য।

লেখক: সহকারী প্রাথমিক শিক্ষক

  • সর্বশেষ
  • পঠিত