ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

লেবাননের সহিংসতা পূর্ব পরিকল্পিত: প্রধানমন্ত্রী হাসান

লেবাননের সহিংসতা পূর্ব পরিকল্পিত: প্রধানমন্ত্রী হাসান
প্রধানমন্ত্রী হাসান দিয়াব

লেবাননে মুদ্রা সঙ্কটকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিক্ষোভের জের ধরে যে সহিংসতা হচ্ছে তাকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। সূত্র-পার্স টুডে

তিনি শনিবার রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বলে আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে।

হাসান দিয়াব বলেন, যেদিন থেকে লেবাননের বর্তমান সরকার গঠিত হয়েছে সেদিন থেকেই এ সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন করার জন্য একটি বিশেষ মহল অপতৎপরতা শুরু করেছে।

তার দাবি, লেবানন সরকারের অনেকগুলো বড় অর্জন রয়েছে। কিন্তু দুঃখজনভাবে কিছু মানুষ যারা এদেশের সমস্যাগুলোর জন্য দায়ী এবং দেশকে ধ্বংস করে দৃশ্যপট থেকে বিদায় নিয়েছেন তারাই সরকারের বদনাম করার জন্য সহিংসতা উসকে দিচ্ছেন।

আরও পড়তে পারেন-মুদ্রার অবমূল্যায়ন: বিক্ষোভের আগুনে পুড়ছে লেবানন

মার্কিন ডলারের বিপরীতে লেবাননের মুদ্রা লিরার দরপতন এবং বেকার সমস্যার প্রতিবাদে রাজধানী বৈরুত ও উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে লেবাননের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৪২ জন আহত হয়েছে।

এ ছাড়া, বিক্ষোভারীরা হামলা চালিয়ে সরকারি-বেসরকারি বহু স্থাপনা ধ্বংস করেছে।

এর আগে শুক্রবার সারারাত ধরে বৈরুত ও ত্রিপোলী শহরে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনগণ। ওইদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন আহত হয়েছিল।

লেবাননে দ্বিতীয় দিনেও বিক্ষোভ অব্যাহত, আহত ৩০

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত