ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে করোনায় আক্রান্ত একই পরিবারের ছয় জন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২৩:২০

রাজধানীতে করোনায় আক্রান্ত একই পরিবারের ছয় জন

রাজধানী ঢাকার সবুজবাগের নন্দিপাড়ায় জিরো গলির একটি বাসায় ছয় ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পরিস্থিতিতে ওই বাড়িটি লকডাউন করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত বৃহস্পতিবার ওই পরিবারের পুরুষ (৬৫) একজন প্রথম পজিটিভ হন। এরপর তার স্ত্রী, দুই মেয়ে ও দুই নাতনি সংক্রমিত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।’

প্রসঙ্গত, রোববার পর্যন্ত সারা দেশে ৮৮ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঢাকার ২৯ টি স্থানেই আক্রান্ত হয়েছেন ৫২ জন । এছাড়া বাকি লোকজন দেশের ১১ জেলার বলে তথ্য প্রকাশ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রাজধানীর ৫২ জনসহ ঢাকা জেলায় ৫৪ জন আক্রান্তের তথ্য দিয়েছে আইইডিসিআর। তবে সুনির্দিষ্টভাবে আক্রান্ত ৫২ জন কোথায় থাকতেন সেই এলাকার নাম বললেও ২ জন আক্রান্তের এলাকার নাম দেওয়া হয়নি।

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগে যা বললেন চিকিৎসক

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> যে ৭ রোগ থাকলে করোনা হলে আপনার ঝুঁকি বেশি​

> করোনার সচেতনতায় এমনটা কেউ করেননি আগে​

> চট্টগ্রামে ছাপা পত্রিকার বিক্রি কমেছে ৯০ শতাংশ​

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> খুব দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান​

> করোনাভাইরাস নিয়ে গুজব ও বাস্তবতা​

> লকডাউনে ঘরে সুস্থ থাকার উপায়​

> চা পানেই করোনা থেকে মুক্তি!

> বিশ্বের ২০০ দেশে করোনা​

রাজধানীর ২৯টি স্থানে ৫২ জন করোনা শনাক্ত হয়েছেন। স্থানগুলো হলো: বাসাবোয়: ৯ জন, মিরপুরের টোলারবাগ: ৬ জন, পুরান ঢাকার শোয়ারিঘাট: ৩ জন, বসুন্ধরা: ২ জন, ধানমন্ডি: ২ জন, যাত্রাবাড়ী: ২ জন, মিরপুর-১০: ২ জন, মোহাম্মদপুর: ২ জন, পুরোনো পল্টন: ২ জন, শাহ আলী বাগ: ২ জন, উত্তরা: ২ জন।

রাজধানীর বাকি ১৮টি স্থানে একজন করে করোনা রোগী পাওয়া গেছে। এ স্থানগুলো হলো বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিনরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, মিরপুর-১১, লালবাগ, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারী।

করোনার হানা যে ১১ জেলায়: ঢাকা: ৫৪ জন, মাদারীপুর: ১১ জন, নারায়ণগঞ্জ: ১১ জন, গাইবান্ধা : ৫ জন। বাকি ৭ জেলায় একজন করে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলাগুলো হলো গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রাম।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনায় বাড়িতে যা করবেন

> মাস্ক নিয়ে পশ্চিমাদের ভিন্ন ভাবনা​

> ঘরে বসেই করোনার ঝুঁকি পরীক্ষা​

> যে দুই ফল ঠেকাবে করোনাভাইরাস

> গরমে কী করোনাভাইরাস ধ্বংস হবে​

> করোনায় সুন্দরবনের কপালে কী আছে!​

> করোনা ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার

> করোনায় চিকিৎসক যুগলের অন্যন্য দৃষ্টান্ত​

> লকডাউন না মানলে গুলি করে হত্যার নির্দেশ

> করোনাভাইরাস: সাত উপায়ে থামবে ভুল তথ্য​

> মাছ বিক্রেতা নারীই বিশ্বের প্রথম করোনা রোগী!​

> রাজধানীর যেসব হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা

> দিল্লিতে তাবলিগ থেকে ৯ হাজার ভারতীয় করোনার ঝুঁকিতে

  • সর্বশেষ
  • পঠিত