ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যারা বাঁচিয়ে রাখছেন ‘ধন্যবাদ’

  ফিচার ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ১৬:০৯

যারা বাঁচিয়ে রাখছেন ‘ধন্যবাদ’
প্রতীকী ছবি

ব্রাজিলের সাও পাওলোর একটি ভবনজুড়ে লেখা, সংহতি, সহানুভূতি, সহমর্মিতা, ঐক্য এবং স্নেহ৷ এসবই দেশের সব নার্স, ডাক্তার এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য লেখা৷ খুব বড় অক্ষরে ধন্যবাদও জানানো হয়েছে তাদের। সেখানকার বাসিন্দারা বলছেন এসব চিকিৎসক-নার্সদের মতো লোকেরা না থাকলে বিনা চিকিৎসায় মারা যেতো অনেক বেশি মানুষ৷ করোনার কারণে ঘরবন্দি জীবনও হয়ে যেতো অচল৷ আর তাই তাদের ধন্যবাদ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চিকিৎসাকর্মীদের ধন্যবাদ

করোনাভাইরাসের কবলে যুক্তরাষ্ট্রও বিপর্যস্ত৷ নিউ ইয়র্কের এক হাসপাতালে সংক্রমিতদের বাঁচানোর জন্য দিনরাত কাজ করছেন ডাক্তার-নার্সরা৷ আর তাই তাদের ধন্যবাদ জানিয়েছে নিউইয়র্কবাসী৷

কৃতজ্ঞ পাব: কদিন আগেও নিউইয়র্কের উইন্টার বিয়ার নামের পাবটির বাইরে লেখা থাকতো মেনু, খোলার সময় আর বন্ধের সময়৷ এখন সেই বোর্ড জুড়ে শুধু ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানানোর বার্তা৷

‘গুরুত্বপূর্ণ’ কর্মীদের ধন্যবাদ

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগে যা বললেন চিকিৎসক

> সর্ববৃহৎ বস্তিতে করোনার থাবা, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ​

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> কিছুদিনের মধ্যে করোনায় আক্রান্ত হবে ১০ লাখ মানুষ

> প্রাথমিক শিক্ষকদের টিফিন ফি যাবে ‘করোনা ফান্ডে’​

> যে ৭ রোগ থাকলে করোনা হলে আপনার ঝুঁকি বেশি​

> করোনার সচেতনতায় এমনটা কেউ করেননি আগে​

> চট্টগ্রামে ছাপা পত্রিকার বিক্রি কমেছে ৯০ শতাংশ​

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> খুব দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান​

> করোনাভাইরাস নিয়ে গুজব ও বাস্তবতা​

> ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত​

> লকডাউনে ঘরে সুস্থ থাকার উপায়​

> চা পানেই করোনা থেকে মুক্তি!

> বিশ্বের ২০০ দেশে করোনা​

> কাশি দিলেই শাস্তি

সমাজে ডাক্তার-নার্সদের গুরুত্ব কে না বোঝে৷ তবে পরিচ্ছন্নতাকর্মী, মুদি বা ঔষধের দোকানদার, কিংবা নিরাপত্তাকর্মীদের গুরুত্বের কথা স্বাভাবিক সময়ে ক’জনইবা মনে রাখে৷ করোনা সংকটের সময় তাদের গুরুত্ব খুব উপলব্ধি করছে সবাই৷ বৃটেনের ম্যানচেস্টার শহরের এক রাস্তায় তাদের ধন্যবাদ জানানো ব্যানার৷

নীল ‘লন্ডন আই’

বৃটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা জানাতে নীল রঙে সেজেছে লন্ডন আই৷

কিশোরীর কৃতজ্ঞতা

বৃটেনের হাই উইকম্ব শহরের এক দেয়ালে লিখে করোনার বিরুদ্ধে যারা সামনে থেকে লড়ছেন, তাদের ধন্যবাদ জানিয়েছে এক কিশোরী৷

মুম্বাইয়ের ধন্যবাদ

হাততালি দিয়ে, থালাবাসন বাজিয়ে আর পতাকা নেড়ে করোনার বিরুদ্ধে লড়াইরত অগ্রসৈনিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ভারতের মুম্বাইয়ের এক ভবনের মানুষ৷

যারা যত্ন নাও...

প্যারিসের এক বাড়ির ব্যালকনিতে সাদা কাপড়ে লেখা, ‘যারা আমাদের যত্ন নাও, তাদের অনেক ধন্যবাদ।’

‘তোমাদের জন্য হাততালি’

তখন সুইজারল্যান্ডের রাজধানী জুরিখ হাততালি দিয়ে করোনা-সংকটের সময়ও যারা দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে৷ এক নারীও যোগ দিলেন তাতে৷

খেলার মাঠেও: ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামেও এখন ন্যাশনাল হেলথ সার্ভিসকে ধন্যবাদ জানানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনা ‘জয়ে’ সুখবর​

> করোনায় বাড়িতে যা করবেন

> করোনায় দেড় মাসের শিশুর মৃত্যু​

> মাস্ক নিয়ে পশ্চিমাদের ভিন্ন ভাবনা​

> ঘরে বসেই করোনার ঝুঁকি পরীক্ষা​

> যে দুই ফল ঠেকাবে করোনাভাইরাস

> গরমে কী করোনাভাইরাস ধ্বংস হবে​

> করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে​

> বিশ্বের ১০ দেশে ৮১ ভাগ করোনা রোগী​

> করোনায় সুন্দরবনের কপালে কী আছে!​

> করোনা ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ দিবে মন্ত্রণালয়

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> করোনায় চিকিৎসক যুগলের অন্যন্য দৃষ্টান্ত​

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

> করোনার ভ্যাকসিন তৈরির পথে অস্ট্রেলিয়া​

> লকডাউন না মানলে গুলি করে হত্যার নির্দেশ

> করোনাভাইরাস: সাত উপায়ে থামবে ভুল তথ্য​

> মাছ বিক্রেতা নারীই বিশ্বের প্রথম করোনা রোগী!​

> পুলিশের লাঠিপেটা হয়রানি, বিভিন্ন মহলে ক্ষোভ​

> করোনা বিষয়ে ড্যাবের স্বাস্থ্যসেবা ও হটলাইন চালু​

> ঢাকার রাস্তা নিয়ন্ত্রণ করবে পুলিশ, সাথে সেনাবাহিনী

> করোনা চিকিৎসায় আশার আলো দেখছেন চিকিৎসকরা​

> রাজধানীর যেসব হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা

> দিল্লিতে তাবলিগ থেকে ৯ হাজার ভারতীয় করোনা ঝুঁকিতে

  • সর্বশেষ
  • পঠিত