ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কাবুলে আইএসের হামলা, নিহত ২৫

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১২:৫২

কাবুলে আইএসের হামলা, নিহত ২৫
ছবি: সংগৃহীত

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের একটি গুরুদুয়ারায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এদিকে বুধবার হামলার পর কাশ্মীরের ভারতীয় অংশে মুসলিমদের সঙ্গে দিল্লির আচরণের প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইএস। একইসাথে আরো হামলার হুমকি দিয়েছে তারা।

হামলার সময় বন্দুকধারী ও আত্মঘাতী হামলাকারীরা গুরুদুয়ারাটিতে চড়াও হয় এবং পরে নিরাপত্তা বাহিনী সব হামলাকারীকে হত্যা করে বলে আফগানিস্তানের সরকারের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এক বার্তায় বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে হামলাটি শুরু হওয়ার কথা জানিয়েছিলেন।

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগে যা বললেন চিকিৎসক

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> করোনাভাইরাস: ছাপা পত্রিকার বিক্রি নেমেছে অর্ধেকে

> করোনা থেকে মুক্তি পেতে পঞ্চাঙ্গ শান্তি স্বস্ত্যয়ন

> কোয়ারেন্টাইন না মানায় ব্যবসায়ীকে জরিমানা

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> করোনা আক্রান্তদের পাশে দাঁড়াবে বিসিবি

> করোনায় আক্রান্ত সাংবাদিক

> এবার করোনার থাবা কাশ্মীরে

> কোয়ারেন্টাইনে খালেদা জিয়া

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> ইতালিতে মৃত্যু বেড়েছে, কমেছে আক্রান্তের হার

> করোনায় আরও একজন মারা গেছেন, নতুন রোগী নেই​

> করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলার আহবান প্রধানমন্ত্রীর

> করোনাভাইরাস: ফেসবুকে লিখে ময়মনসিংহ ও বরিশালে শিক্ষক বরখাস্ত

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুরুদুয়ারাটিতে ২৫ জন নিহত ও আট জন আহত হয়েছেন এবং ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসে আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ওপর আইএসের চালানো দ্বিতীয় বড় ধরনের হামলা এটি। এর আগে ৬ মার্চ এক অনুষ্ঠানে হামলা চালিয়ে আইএস জঙ্গিরা ৩২ জনকে হত্যা করেছিলো।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনায় যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ১০ হাজার, মৃত্যু শতাধিক

> করোনাভাইরাস: রাজধানীতে ১০ টাকা কেজিতে চাল মিলবে

> ঢাকার রাস্তা নিয়ন্ত্রণ করবে পুলিশ, সাথে সেনাবাহিনী

> করোনায় নিউইয়র্কে একই দিনে ৫ বাংলাদেশির মৃত্যু

> ইতালিতে দীর্ঘ হচ্ছে লাশের সারি, আরও ৬৮৩ মৃত্যু

> করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> স্পেনের উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

> করোনাভাইরাস: বাড়িতে যা করবেন

> করোনা ‘জয়ে’ সুখবর​

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ পাঠাবে মন্ত্রণালয়

> করোনায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্য

> পাবনায় ডাক্তার নার্সসহ কোয়ারেন্টাইনে ৭৬৬ জন

> বিপিএমসিএ’র পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পিপিই হস্তান্তর

> অন্যদের বাঁচাতে আত্মহত্যা করলেন করোনা আক্রান্ত নার্স

  • সর্বশেষ
  • পঠিত