ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পত্রিকা বিক্রিতে ধস, ঢাকাতেই সার্কুলেশন কমেছে অর্ধেক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৬:৪৭  
আপডেট :
 ২৬ মার্চ ২০২০, ১৭:৩৭

পত্রিকা বিক্রিতে ধস, ঢাকাতেই সার্কুলেশন কমেছে অর্ধেক

ছাপানো পত্রিকার সার্কুলেশনে ব্যাপক ধস নেমেছে। কাগজের মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় সংবাদপত্রের গ্রাহকেরা বাসা এবং অফিসে বিপুলভাবে ছাপা কাগজের সাবস্ক্রিপশন বাতিল করে দেয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শুধুমাত্র ঢাকা শহরেই সংবাদপত্র বিক্রি ৫০ শতাংশ কমে গেছে বলে জানাচ্ছে ঢাকা ভিত্তিক সংবাদপত্র হকারদের সংগঠন সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি।

আরো পড়ুন: করোনাভাইরাস: ছাপা পত্রিকার বিক্রি নেমেছে অর্ধেকে

সমিতির প্রধান অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, অনেক বাসাই লকডাউন করে দিয়েছে, কাউকেই তো ঢুকতে দিচ্ছে না। দুধ, কাজের লোক কাউকেই ঢুকতে দিচ্ছে না। অনেকে ফোন দিয়ে বলছে যে পত্রিকা দিয়েন না এবং এটা বলছেন একদম হুট করেই। একজন বন্ধ করলেই আরেকজনের মাথায়ও এটা কাজ করে যে আমরাও বন্ধ করে দেই।

আরো পড়ুন: বিদেশফেরত বাবার শিশুসন্তান আইসোলেশনে

পত্রিকা হকারদের এই সমিতি নিশ্চিত করেছে যে তাদের সদস্যরা এর আগে দিনে ৩০ লক্ষ টাকার পত্রিকা বিক্রি করতেন, কিন্তু এরই মধ্যে বিক্রি ১৫ লক্ষ টাকায় নেমে এসেছে।

সমিতি জানাচ্ছে, ঢাকায় পত্রিকা হকার রয়েছে ৩০ থেকে ৩৫ হাজার, আর করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে এদের অনেকের হাতে এখন কোনো কাজ নেই বললেই চলে।

আরো পড়ুন: মৃত্যুর আগে করোনা নিয়ে ভয়ঙ্কর বার্তা চিকিৎসকের

বাংলাদেশে অন্যতম শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলোর সার্কুলেশন বিভাগের প্রধান এ বি এম জাকারিয়া নিশ্চিত করেছেন যে গোটা দেশে পত্রিকাটির মূদ্রন কমানো হয়েছে ৫০ থেকে ৬০ হাজারের মতো। আমাদের হকাররা কাজে আসতে পারছে না, স্কুল-কলেজ, অফিস বন্ধ, পাঠক কই পাবো।

গতকাল অর্থাৎ বুধবারের হিসেব অনুযায়ী প্রথম আলোর প্রায় ৭০ হাজার কপি কম বিক্রি হয়েছে।

> করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগে যা বললেন চিকিৎসক

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> করোনায় আক্রান্ত সাংবাদিক

> করোনা আক্রান্তদের পাশে দাঁড়াবে বিসিবি

> করোনা থেকে মুক্তি পেতে পঞ্চাঙ্গ শান্তি স্বস্ত্যয়ন

> এবার করোনার থাবা কাশ্মীরে

> কোয়ারেন্টাইনে খালেদা জিয়া

ঢাকার বাইরে কী অবস্থা

আব্দুল খালেক বগুড়ার একজন হকার, যিনি দৈনিক ৭০০ পত্রিকা বিলি করতেন বিভিন্ন বাসায়। কাল পর্যন্ত তিনি বিলি করেছিলেন ২০০ কপি, আজ অবশ্য একটিও নয়।

বগুড়ার সাতমাথায় পত্রিকা সংগহে অন্য যেকোনো স্বাভাবিক দিনে প্রায় ৩০০ হকার আসতেন। আজ সকালে সেখানে হাতেগোনা কয়েকজনকে দেখা গেছে বলে জানালেন স্থানীয়রা।।

আরো পড়ুন: দেশে করোনায় নতুন আক্রান্ত ৫, মৃত্যু নেই

নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়ার একজন সাংবাদিক বলেন, মানুষ এখন ভয়ে আছে, মনে করছে সবকিছুতে ভাইরাস, তাই ভরসা করতে পারছে না। আমাদের এখানে ৩০০ হকার আছে, যাদের মধ্যে অর্ধেক আজ পত্রিকা বিক্রি বন্ধ করেছে।

কক্সবাজারে থাকেন সোনিয়া আফরিন ইশিতা, তিনি পত্রিকা বন্ধ করেছেন পাঁচদিন হলো। তিনি বলেন, পত্রিকা কত মানুষের হাত ঘুরে আসে। সেটায় জীবানু থাকতে পারে। সেই ভাবনা থেকে পত্রিকা নেয়া বন্ধ করেছি।

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> ইতালিতে মৃত্যু বেড়েছে, কমেছে আক্রান্তের হার

> করোনায় আরও একজন মারা গেছেন, নতুন রোগী নেই​

> করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলার আহবান প্রধানমন্ত্রীর

> করোনাভাইরাস: ফেসবুকে লিখে ময়মনসিংহ ও বরিশালে শিক্ষক বরখাস্ত

তবে তিনি খবর জানা বন্ধ করেননি। প্রাত্যহিক জীবনে পত্রিকা না রাখার কোনো প্রভাব পড়েনি আসলে সেভাবে। কারণ অনলাইনেই বেশিরভাগ সময় খবর পড়া হয়।

রাজশাহী জেলার সিফাত তাসনিম বলেন, শুধু হকার না, বরং বিভিন্ন হাত ঘুরে বাসায় পৌঁছায় বলে তার পরিবার এখন ছাপানো পত্রিকা কেনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, হকারের হাতের ছোঁয়া লাগবে, সে তো বাইরে থাকে। শুধু হকার না, সেটা বিভিন্ন হাত থেকে তারপর আমাদের বাসায় পৌঁছে, যা এখনকার পরিস্থিতি বিবেচনা করলে একেবারেই উচিত না। তাই সবদিক বিবেচনা করেই বন্ধ রাখা হয়েছে আপাতত।

ফাতিমা তানজিম থাকেন বরিশালের সদরে - তিনিও বাসায় পত্রিকা রাখা বন্ধ করে দিয়েছেন।

সিলেটে থাকেন আদিব হাসান, তিনি পত্রিকা রাখতে চান কিন্তু হকারই বলে দিয়েছে ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা দেয়া হবে না।

> করোনাভাইরাস: বাড়িতে যা করবেন

> করোনা ‘জয়ে’ সুখবর​

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> করোনায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্য

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ পাঠাবে মন্ত্রণালয়

> বিপিএমসিএ’র পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পিপিই হস্তান্তর

> অন্যদের বাঁচাতে আত্মহত্যা করলেন করোনা আক্রান্ত নার্স

ঢাকার পাঠকরা যা বলছেন

ঢাকার শাহজাহানপুর এলাকার সুস্মিতা মিশু বিবিসি বাংলাকে জানালেন যে তাদের পত্রিকা হকার নিজে থেকেই বুধবার থেকে পত্রিকা দেয়া বন্ধ করে দিয়েছেন।

নুসরাত পারুল, ঢাকার উত্তরায় থাকেন। তিনিও পত্রিকা নেয়া বন্ধ করেছেন। পুরো মাসের বিল দিয়ে ১৯ তারিখ থেকে পত্রিকা বন্ধ করেছি। বলেছি ৩১শে মার্চ পর্যন্ত না দিতে।

সৈয়দা নুরুন নাজিয়া তার বাবার স্বাস্থ্যের কথা বিবেচনা করে বন্ধ করেছেন বাসায় পত্রিকা রাখা।

আমার বাবার ডায়াবেটিস, হাই প্রেশার। পত্রিকা যেহেতু অনেক হাত ঘুরে আমার হাতে আসছে এবং এটাকে আসলে ডিজইনফেক্ট করার উপায় নেই, তাই আমি অফ করে দিয়েছি।

ইফতিয়ার আহমেদ আজমাইন বলেন, শুনেছি পত্রিকায় নাকি ভাইরাস সংক্রামিত হতে পারে না, তবুও হকার অনেক স্থানে চলাফেরা করে, সেই ভয় থেকেই পত্রিকা বন্ধ।

> করোনায় নিউইয়র্কে একই দিনে ৫ বাংলাদেশির মৃত্যু

> ইতালিতে দীর্ঘ হচ্ছে লাশের সারি, আরও ৬৮৩ মৃত্যু

> করোনায় যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ১০ হাজার, মৃত্যু শতাধিক

> স্পেনের উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

> পাবনায় ডাক্তার নার্সসহ কোয়ারেন্টাইনে ৭৬৬ জন

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

ঢাকার আরেক অধিবাসী ফারাহ জেবিন শাম্মী বলেন, যে হকার নিয়ে আসবে সে কি রিস্ক ফ্রি? সে কতগুলো বাসায় পেপার বিলি করে? যেহেতু আমার কাছে অপশন আছে .. পত্রিকার অনলাইন ভার্সনেই তো সব পেয়ে যাচ্ছি।"

পত্রিকায় বিজ্ঞাপন 'পত্রিকা ঝুঁকিপূর্ণ নয়'

প্রথম আলোর সাকুর্লেশন বিভাগের প্রধান এ বি এম জাকারিয়া অবশ্য বলেন, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন পত্রিকার পেছনে আলাদাভাবে লেখা রয়েছে পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না।

তিনি বলেন, আমরা হকারদের গ্লাভস দিচ্ছি, মুখে পরার মাস্ক দিচ্ছি, শুধু মানুষের মধ্যে আতঙ্ক কমাতে।

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা নোয়াব হকারদের মধ্যে ৩,০০০ হ্যান্ড স্যানিটাইজার এবং ২৩,০০০ মাস্ক ও ২৩,০০০ গ্লাভস বিলানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংগঠনটি একটি বিবৃতিও দিয়েছে, যেখানে বলা হয়েছে যে ছাপানো পত্রিকা করোনাভাইরাস বহন করে না।

> করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

> ঢাকার রাস্তা নিয়ন্ত্রণ করবে পুলিশ, সাথে সেনাবাহিনী

> করোনাভাইরাস: রাজধানীতে ১০ টাকা কেজিতে চাল মিলবে

ছাপানো পত্রিকা বাদ দিতে রাজী নন অনেকেই

ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক শাহরিয়ার আমিন পত্রিকা রাখা বন্ধ করেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, পেপার তো রাখি আগে থেকেই, বন্ধ করলাম না। পড়ি না অবশ্য বেশি, আর ওরা বারবার বলে কাগজ দিয়ে করোনা ছড়ায় না।

ফুয়াদ পাবলোও পত্রিকায় বিজ্ঞাপন দেখেই পত্রিকা রাখছেন।

রায়হান আহমেদ বলছেন, এখনো পত্রিকা রাখছেন, তবে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কার বিষয়টি তাকে কিছুটা হলেও উদ্বিগ্ন করে তুলেছে। সূত্র: বিবিসি

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত